রবিবার, ডিসেম্বর ০৩, ২০১৭

রাইপুরে ইংরেজী মাধ্যমের স্কুল হচ্ছে

শুভদীপ ঋজু মন্ডল

জঙ্গলমমহলের রাইপুর থানার মন্ডলকুলি গ্রামে ইংরেজি মাধ্যমের বিবেকানন্দ ইন্টিগ্রেটেড মিশন স্কুল এর ভিত্তিপুজো করা হয়। জঙ্গলমহলের বুকে কো.এড ব্যবস্থায় এই প্রথম ইংরেজি মাধ্যম স্কুলের

সূচনা করা হয়। দিন বদলাচ্ছে, বদল হচ্ছে শিক্ষা ব্যবস্থার মানও। আধুনিক অভিভাবক অভিভাবিকারা তাঁদের সন্তানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে আগ্রহী। যুগের অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে জঙ্গলমহল ও। আশায় বুক বাঁধছেন অভিভাবকেরা। স্কুল তৈরির অন্যতম উদ্যোক্তা তথা মানবাধিকার কর্মী ডাঃ বিবেকানন্দ দাস বলেন "এই স্কুল সি.বি.এস.সি. বোর্ডের অর্ন্তভূক্ত হবে। এই স্কুল ভবিষ্যতে জঙ্গলমহল কে রত্ন সন্তান উপহার দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER