শুভেন্দু তন্তুবায়
ব্লাড ব্যাঙ্কে শীতকালীন রক্ত সংকট কাটাতে এগিয়ে এলো বাঁকুড়ার ইন্দপুরের রঘুনাথপুর মণ্ডল পাড়া বিবেকানন্দ ক্লাবের সদস্যরা। গত শুক্রবার স্বামীজির
১৫৬ তম জন্মদিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মালা দিয়ে রক্তদান শিবিরের সূচণা করেন। বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক এদিন বলেন, রক্তদান আজ আন্দোলনে পরিনত হয়েছে। প্রতিটি সুস্থ ও স্বাভাবিক মানুষের রক্তদানে এগিয়ে আসা উচিৎ। আপনার দেওয়া রক্ত একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবে। এর চেয়ে একজন মানুষ হিসেবে আপনার কাছে আর বড় কি হতে পারে। উদ্যোক্তাদের পক্ষে ক্লাব সম্পাদক সুজিত মণ্ডল ও সভাপতি তাপস কুমার মণ্ডল বলেন, শীতের এই সময়টাতে বছরের অন্যান্য সময়ের তুলনায় স্বেচ্ছা রক্তদান শিবির কম হয়। শীতকালীন উৎসব, অনুষ্ঠান, খেলা আর মেলায় মত্ত থাকেন। ফলে স্বাভাবিকভাবেই ব্লাড ব্যাঙ্কে একটা রক্ত সংকট তৈরী হয়। তাই আমরা সেই রক্তের ঘাটতি কিছুটা হলেও মেটাতে শীতকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছি। এভাবেই স্বামী বিবেকানন্দকে আমরা শ্রদ্ধা জানাতে চেয়েছি বলেও তারা জানান। খাতড়া মহকুমা ব্লাড ব্যাঙ্কের কর্মীরা এদিন রঘুনাথপুর গ্রামে রক্ত সংগ্রহ করেন। এদিন ১২ জন মহিলা সহ ৪৮ জন রক্তদান করেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
posted from Bloggeroid