শুভেন্দু তন্তুবায়
সামনের চাকা ফেটে দূর্ঘটনার কবলে পড়লো একটি বেসরকারী যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বাঁকুড়ার খাতড়া শহর সংলগ্ন খড়বনা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, এদিন বাঁকুড়া-সিমলাবাঁধ ভায়া খাতড়া রুটের 'শ্রীমা' নামে বেসরকারী বাসটি বাঁকুড়া থেকে খাতড়া দিকে যাচ্ছিল। সেই সময় খড়বনা মোড়ের কাছে ঐ বাসের সামনের চাকা ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় প্রায় নব্বই জন যাত্রী সহ বাসটি। ঘটনায় গুরুতর আহত বাসের চালক গৌরাঙ্গ চ্যাটার্জী সহ দশ জন যাত্রীও। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরে খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছেছে খাতড়া থানার পুলিশও।

সামনের চাকা ফেটে দূর্ঘটনার কবলে পড়লো একটি বেসরকারী যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বাঁকুড়ার খাতড়া শহর সংলগ্ন খড়বনা মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, এদিন বাঁকুড়া-সিমলাবাঁধ ভায়া খাতড়া রুটের 'শ্রীমা' নামে বেসরকারী বাসটি বাঁকুড়া থেকে খাতড়া দিকে যাচ্ছিল। সেই সময় খড়বনা মোড়ের কাছে ঐ বাসের সামনের চাকা ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় প্রায় নব্বই জন যাত্রী সহ বাসটি। ঘটনায় গুরুতর আহত বাসের চালক গৌরাঙ্গ চ্যাটার্জী সহ দশ জন যাত্রীও। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। পরে খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পৌঁছেছে খাতড়া থানার পুলিশও।
posted from Bloggeroid