তথাগত চক্রবর্তী
বোলপুরের ইন্দ্র নারায়ণ বিদ্যালয়ের দশম শ্রেণীর কন্যাশ্রী প্রাপক ছাত্রী সেবা পারভিন তার ঐ ক্লাসের সহপাঠীর বিয়ে আটকে সর্বশিক্ষা মিশনের উদ্দ্যগে সিউড়িতে পুরস্কৃত করা হল।শুধু তাই নয় প্রধান শিক্ষকের হাতেও তুলে দেওয়া হল নির্মল বিদ্যালয়ের শিরপা।