তথাগত চক্রবর্তী
2013 সালে মুখ্যমন্ত্রী বীরভূমের রামপুরহাট সফরে এসে ধুলাডাঙা রোডের বস্তিবাসিদের বসবাসের কষ্ট দেখে গাড়ি থেকে নেমে তাঁদের কথা দিয়েছিলেন ফ্ল্যাট বানিয়ে দেব।কথামত ফ্ল্যাট তৈরি হওয়ার পরে আজ বুধবার রামপুরহাট পৌরসভার উদ্দ্যগে তাঁদের হাতে ঘরের চাবি তুলে দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জি ।খুশির হাওয়া বস্তিবাসিদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে বস্তিবাসীদের গৃহ দান প্রকল্প রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে চাবি ও দলিল প্রদান করা হলো ৭০ জনকে।