মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৮

দুর্গাপুর ব্যারেজে কুমির, আতঙ্ক

নীলাদ্রি ঘোষ

দুর্গাপুর ব্যারাজের জলে মঙ্গলবার আচমকাই কয়েকটি  কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা l খবর ছড়িয়ে পরতেই গোটা এলাকায় ভীড় জমতে থাকে l খবর দেওয়া হয় বন দপ্তরে lকৌতহলি মানুষের ভীড় সামলাতে আসে পুলিশ l বন দপ্তরের কর্মীরা বলেন এই জলে কুমির থাকার কথা নয় lজাল দিয়ে দুটি কুমির ধরা হলেও আরও কুমির থাকতে পারে বলে বন দপ্তরের কর্মীদের ধারনা l ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে এলাকায় জলে নামা বা মাছ ধরার উপর নিষেধ করা হয়েছে l

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER