নীলাদি ঘোষ
চিত্তরঞ্জন রেল কারখানাকে বাঁচাও "শেফ সিএল ডাব্লু " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল এলাকার ছয়ের পল্লী কমিউনিটি হলে l আজকের যোধন এর উদ্যোগে এই আলোচনা সভায় উপস্তিত বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে কারখানার উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন l উঠে আসে শ্রমিক ঐক্য সহ সঠিক কর্ম সংস্কৃতির দিক গুলি l