মেখলিগঞ্জ
কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বর্তমানে রপ্তানি বাণিজ্যের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ভারত বাংলাদেশ আমদানি বাণিজ্যও।অর্থাৎ বাংলাদেশ থেকেও বেশি মাত্রায় পণ্য ভারতে আসতে শুরু করেছে।যা নিয়ে খুশি স্থানীয়রাও।তাদের কথায় এখানে আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্রা বৃদ্ধি পেলে অনেকেই উপকৃত হন।কারন এই বাণিজ্য কেন্দ্রের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচুর মানুষ নির্ভরশীল।লরিতে পণ্য লোড আনলোডের কাজেও প্রচুর শ্রমিক নিয়োজিত রয়েছেন।বর্তমানে বৈদেশিক বাণিজ্যের মাত্রা তুলনামূলকভাবে বেশি হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ীরাও।তাদের অনেকেই অবশ্য পরিকাঠামোগত সমস্যার কারনে বাণিজ্যে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন।চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি বিমল কুমার ঘোষ জানিয়েছেন,এই বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নের কথা ইতিপূর্বেই কেন্দ্র ও রাজ্য সরকারের নানা মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।সেখান থেকে আশ্বাস মিলেছে বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন।