শনিবার, ফেব্রুয়ারী ২৪, ২০১৮

মঙ্গলকোটের বনপাড়ায় ছিনতাই


মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোট থানার দুকিমি দূরত্বে থাকা নুতনহাট নিগন সড়ক রুটে ছোট ক্যানেলের ব্রিজে এক ব্যবসায়ী কে ব্যাপক মারধোর চালিয়ে টাকাপয়সা লুটপাটের পাশাপাশি চারচাকা গাড়ী ভাঙ্গচুর ঘটল।চার থেকে পাঁচজন দুষ্কৃতির মধ্যে দুজনের হাতে রিভলভার থাকায় প্রানভয়ে সিটিয়ে ছিলেন ব্যবসায়ী। এলাকাসুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত এগারোটা সময় নুতনহাট বাইপাসে থাকা মিষ্টান্ন ব্যবসায়ী মাধব চন্দ্র গড়াই বিক্রিবাটার টাকা নিয়ে বনপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন। মারুতি গাড়ীতে থাকা ওই ব্যবসায়ী রাস্তার বেহালদশার জন্য গাড়ীটির গতি কম করতেই জনা চার থেকে পাঁচজন দুষ্কৃতি হাতে লাঠি রড নিয়ে হামলা চালায় গাড়ীর কাঁচে।হতচকিয়ে যাওয়া ব্যবসায়ী কে গাড়ী থেকে নেমে ব্যাপক মারধোর চালানো হয়।দুজনের হাতে রিভলভার থাকায় আরও ভয় পেয়ে যান ওই ব্যবসায়ী। নগদ এগারো হাজার টাকা, হাতঘড়ি, মোবাইল সহ জরুরি কাগজপত্র কেড়ে নেয় দুষ্কৃতিরা।রাতেই মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেইসাথে ব্লক হাসপাতালে এক্সরে সহ চিকিৎসা করানো হয়।এই ছিনতাই ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকাজুড়ে। সেইসাথে সশস্ত্রভাবে দুষ্কৃতিরা মঙ্গলকোট থানার সামনে (দুকিমির মধ্যে থাকা ঘটনাস্থল)  এইভাবে ছিনতাই করায় পুলিশি ভুমিকা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্নচিহ্ন। 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER