উজ্বল বন্দ্যোপাধ্যায়
আজ থেকে ক্যানিং রেলের মাঠে শুরু হলো ১৭তম বষের ক্যানিং মহকুমা বইমেলা।আজ এর উদ্বোধন করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজা সেন,মাতলা ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সাহা প্রমুখ।মেলাতে ৩০টি বইয়ের স্টল ছিল।মেলা চলবে ২৮শে ফেব্রুয়ারি অবধি।