শুক্রবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৮

ছাতনার বাম বিধায়ক এবার তৃনমূলে

শুভেন্দু তন্তুবায় 

রাইপুরের হলুদকানালীতে   যুব তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হল ।সভার প্রধান বক্তা ছিলেন রাজ্য  তৃণমূল যুব  সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিনের সভামঞ্চ থেকে ছাতনা বিধানসভার বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক তৃণমূলে যোগ দিলেন ।বিধায়কের হাতে দলীয় পতাকা তুলে দেন  অভিষেক বন্দ্যোপাধ্যায় ।দীর্ঘদিন ধরে জল্পনা চলছিলই  ।সেই জল্পনার অবসান হল এদিনের রাইপুরের সভায় ।বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে সি পি আই এম জেলা নেতৃত্ব কিছুই জানেনা বলে তাদের  দাবি । তৃণমূলে যোগদান নিয়ে বিধায়কের মন্তব্য জানতে ফোন করা হলে ফোন বন্ধ আছে জানা যায় ।গত বিধানসভা নির্বাচনে আর এস পি প্রার্থী ধীরেন্দ্রনাথ লায়েক তৃণমূল প্রার্থী শুভাশীষ বটব্যাল কে হারিয়ে জয়ী হয়েছিলেন ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER