বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৮

পুলিশ অফিসার সঞ্জয় কুন্ডুর 'আলোকিত ডানা' সাড়া ফেলছে পাঠকমহলে

মোল্লা জসিমউদ্দিন

আলো ছড়াক হৃদয়ের দুই ডানায়।হ্যা শঙচিলের মত আকাশের কোন সীমানা মানেননি তিনি।পুলিশ অফিসার সঞ্জয় কুন্ডু রচিত 'আলোকিত ডানা' বই লিখে সাহিত্যজগৎ বিশেষত দক্ষিনবঙ্গে কবি সাহিত্যিকদের কাছে পরিচিতি পেয়েছেন অল্প সময়েই।এই পুলিশ অফিসার মঙ্গলকোট, কাটোয়া, ভাতার প্রভৃতি এলাকায় ওসি হিসাবে কর্মদক্ষতা দেখিয়েছেন। বর্তমানে তিনি বারাসাত জিআরপির আইসি হিসাবে কর্মরত। আইনশৃঙ্খলা রক্ষার কাছে 'ননস্টপ ডিউটি'র মাঝে কবিতা / বাস্তবমুখী রচনা লিখে পুলিশমহলে 'সাহিত্যিক ' পরিচিতি পেয়েছিলেন।এবার 'আলোকিত ডানা' বই এর মাধ্যমে লেখনশৈলীর স্বতন্ত্র ধারা আনলেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER