তথাগত চক্রবর্তী
বীরভূমের সিউড়ি বাসস্যান্ডে বাসের পিছন চাকায় পা পিষে গেল সঞ্চিতা ঘোষ নামে এক কলেজ ছাত্রীর।স্থানীয়রা জানিয়েছেন টোটো থেকে তাড়াহুরো করে বাস ধরতে গিয়ে পিছলে বাসের তলায় পরে যায় ।বড়সড় দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেল ঐ কলেজ ছাত্রী।তারা জানান যেখানে সেখানে পোটো দাঁড় করার জন্য এরকম ঘটনা প্রায় ঘটছে ।পুলিশ এসে বাসটিকে আটক করেছে।ছাত্রীটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ।