মেখলিগঞ্জ
ধুলোয় অতিষ্ট চ্যাংরাবান্ধা সীমান্তের বাসিন্দারা।তাদের অভিযোগ ধুলোর জন্য বর্তমানে এলাকায় টেকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।দিনের বেলাতেই লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে।রাস্তায় নাক মুখ ঢেকে চলতে হচ্ছে।এতে সর্দি কাশি লেগেই রয়েছে।উল্লেখ বর্তমানে চ্যাংরাবান্ধা সীমান্তে এশিয়ান হাইওয়ের সড়ক সম্প্রসারনের কাজ চলছে।তারউপর এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন প্রচুর পণ্যবোঝাই ভারত বাংলাদেশের ট্রাক যাতায়াত করছে।যার কারনেই ধুলোয় ঢেকে যাচ্ছে এলাকা।অনেকেই বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখতে হচ্ছে।ধুলো নিরসনে রাস্তায় জল দেওয়া হয় বলে এশিয়ান হাইওয়ে কতৃপক্ষ জানিয়েছেন।বাসিন্দারা অবশ্য জানিয়েছেন,জল ঠিকমতো দেওয়া হয়না।বিশেষকরে শনিবার রবিবার অর্থাৎ ছুটির দিনগুলোতে জল দেওয়া হয়না বলেও অনেকের অভিযোগ।শীঘ্র তারা এই সমস্যা সমাধানের দাবি করেছেন।