সোমবার, ফেব্রুয়ারী ২৬, ২০১৮

নিয়োগ পরীক্ষা চলাকালীন দুর্নীতির পোস্টার মেখলিগঞ্জে


মেখলিগঞ্জ

নিয়োগ পরীক্ষা চলাকালীনই নিয়োগের বিষয় নিয়ে পোস্টার পরল এলাকায়।রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার  মেখলিগঞ্জ শহরে।জানাগেছে এদিন মেখলিগঞ্জ পুরসভায় ক্যাশিয়ার এবং টাইপিস্ট পদে কর্মী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয় স্থানীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।এই সময়েই বাজারের বেশকিছু এলাকায় কয়েকটি পোস্টার পরে।যেখানে উল্লেখ করা হয়েছে যে ওই দুটি পদে পুরসভার চেয়ারপার্সনের দাদা মানু সিংহ সরকার এবং উপপুরপতি অমিতাভ রায়ের স্ত্রী করনিকা রায়কে নিয়োগ করা হবে।বিষয়টি নজরে আসতেই ব্যাপক গুঞ্জন ছড়ায়।উল্লেখ এই পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ এনে দিনকয়েক আগেই পুরমন্ত্রী,প্রসাশনসহ নানা মহলে লিখিত অভিযোগ জানিয়েছিলেন এক পরীক্ষার্থী তথা প্রাক্তন কাউন্সিলর আনারুল মহম্মদ।এরপরেই তৃনমুল পরিচালিত এই পূর্বোর্ডের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষা নিয়ে তৃণমূলের একাংশের তরফেও অভিযোগ আনা হয়।তাদের অভিযোগ, পরীক্ষা হচ্ছে নামেমাত্র।আসলে কারা নিয়োগপত্র পাবেন সেটা ঠিক হয়েই রয়েছে।প্রাক্তন কাউন্সিলরও চেয়ার পার্সন এবং উপপুরপতির বিরুদ্ধে তাদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেবার অভিযোগ আনা হয়েছিল।এপ্রসঙ্গে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারপার্সন মিঠু সিংহ সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপপুরপতি অমিতাভ রায় অবশ্য জানান,পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।পোস্টার সম্পর্কে তার কিছু জানা নেই।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER