রবিবার, ফেব্রুয়ারী ২৫, ২০১৮

'ব্যাঙুর শ্রেয়সী' আবার দুশোজন পড়ুয়াদের শিক্ষা সামগ্রী দিলো

পুলকেশ ভট্টাচার্য

শনিবার বাঙুর এভিনিউতে বাঙুর শ্রেয়সী ( ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নবোদয় ক্লাবের উদ্যোগে বাঙুর এভিনিউ নবোদয় ক্লাব প্রাঙ্গনে  ১/২০,বাঙুর এভনিউ, ব্লক-সি,সুপার মার্কেট, কলকাতা-৭০০০৫৫ বাঙুর শ্রেয়সীর পক্ষ থেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রায় ২০০ জন ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেয়া হয় /  এই অনুঠানে উপস্থিত ছিলেন শ্রী মতি দীপ্তি রায় (পুরমাতা ), দক্ষিণ দমদম পৌরসভা,  শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্যী (পুরপিতা), দক্ষিণ দমদম পৌরসভা,  লেকটাউন থানার (আই.সি ) শ্রী সুপ্রিয় দাস, বাঙুর শ্রেয়সীর সভাপতি / সহ সভাপতি  শ্রী লক্ষী নারায়ণ পাল / শ্রী নিরুপম ঘোষ , সংস্থার প্রধান উপদেষ্ট্রা শ্রী সুব্রত দাস ও সমাজের গুণী ও বুদ্ধিজীবী মানুষেরাI " বাঙুর শ্রেয়সী '' সংস্থার সম্পাদক শ্রী সুজিত ঘোষ জানান - সারা বৎসর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলে।আজ ২০০ জন ছাত্র ও ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি / এই ধরণের কর্মসুচির মধ্য দিয়ে যে কি অনাবিল আনন্দ উপভোগ করে থাকি তা ভাষায় প্রকাশ করতে পারবো না / আর সর্ব শেষে সাধারণ মানুষজন ও বিশিষ্ট ব্যাক্তিত্বদের আমরা পাশে পেয়ে অনুষ্টানটিকে সার্থক করে তুলতে পেরেছি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER