মোহন সিং
বার্ণপুর রাধনগর রোড এলাকায় চাকুরির পরীক্ষার প্রস্তুতির সহায়ক একটি
লাইব্রেরীর জন্য ৫০ হাজার টাকার বই ও একটি আলমারি প্রদান করলেন আসানসোলের
মেয়র জিতেন্দ্র তেওয়ারী। আজ বই ও আলমারি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন
মেয়র। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, পরিশ্রম করে
ওরা চাকরি পাক, সমস্ত রকম সুযোগসুবিধে আমরা দেব।