মোহন সিং
আসানসোল মহকুমার গ্রামাঞ্চলে পিএইচই-র জল সঠিকভাবে ব্যবহার যাতে হয়, তা নিয়ে গুরুত্বপুর্ণ বৈঠক হয়ে গেল জেলা পরিষদ দফতরে। সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যদের নিয়ে বৈঠক করেন জেলাসভাধিপতি বিশ্বনাথ বাউরি। বহু অবৈধ সংযোগের জন্য অনেক গ্রামেই জল যাচ্ছে না। তাই সবাই যাতে জল পায় সে কারনে অবৈধ সংযোগ কাটতে এবার মাঠে নামছে পিএইচই।