সাধন মন্ডল
বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় অডিটোরিয়ামে আলেখ্য টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে বাঁকুড়ায় এই প্রথম সারা বাংলা শ্রুতি নাটক উৎসব অনুষ্ঠিত হল। বেলা ৪ টায় এই উৎসবের উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিস সুপারিশ সুখেন্দু হীরা মহাশয়। উপস্থিত ছিলেন চিকিৎসক অমিতাভ চট্টরাজ, সমাজসেবী অনুপ পাত্র। অনুষ্ঠানে বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান,হুগলী, উত্তর ২৪ পরগনা থেকে মোট ৯ টি নাট্যদল এদিনের শ্রুতি নাটক উৎসবে যোগ দেয়।