সাধন মন্ডল
২০১০ সালে আজকের দিনে সারেঙ্গার গোবিন্দপুর মোড়ে মাওবাদীদের সাথে সরাসরি গুলির লড়াই এ মারা যান সারেঙ্গা থানার তৎকালীন আই.সি. রবিলোচন মিত্র। তারপর অনেক জল বয়ে গেছে কংসাবতীতে। পট পরির্তন হয়েছে রাজ্যে। মা মাটি মানুষের সরকার সেইসব বীরদের সন্মান জানাতে ভোলেনি। বাঁকুড়া জেলাপুলিশের উদ্যোগে পঞ্চমবর্ষ রবিলোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি আজ সারেঙ্গায় অনুষ্ঠিত হল। এবছর তিনটি বিভাগে প্রায় ৭০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনটি প্রতিযোগিতারই শুভ সূচনা করেন বাঁকুড়া জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা মহাশয়। পুরুষ বিভাগে লক্ষীকান্ত মান্ডি এবং মহিলা বিভাগে পিংকু সিংহমহাপাত্র ও শিশু বিভাগে সুরজ শেখ প্রথম স্থান অধিকার করে। এই প্রতিযোগিতা শেষে সারেঙ্গা থানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলাপুলিশের আধিকারিকবৃন্দ ও প্রয়াত আই.সি. এর স্ত্রী সুদীপ্তা মিত্র মহাশয়া। সকলেই প্রয়াত আই.সি. এর স্মৃতিচারণা করেন। পুলিশ সুপারের এই উদ্যোগ কে সাধুবাদ জানান এলাকার মানুষ।