মোহন সিং
বাম যুব সংগঠন DYFI এর আন্দোলনে উত্তেজনা ছড়াল আসানসোল রেল ডিভিশনেও। আজ সকালে আসানসোলের কালিপাহাড়ি ও রানীগঞ্জ স্টেশনে অবরোধ করে বাম যুব সংগঠন DYFI। সারা রাজ্যের সাথে সাথে এই দুটি স্টেশনেও একই কর্মসুচী অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় রেল মন্ত্রকের বিভিন্ন নীতির বিরুদ্ধেই এই কর্মসুচী। রেলের বিলগ্নীকরণ, আউটসোর্সিংয়ের প্রতিবাদ, নিরাপত্তা, পরিকাঠামো ও যাত্রী সাচ্ছন্দের দাবিতেই এই অবরোধ। ঘটনার ফলে বেশ কিছু ট্রেন অল্প সময়ের জন্য দাঁড়িয়ে যায়। কালিপাহাড়িতে দাঁড়িয়ে যায় প্যাসেঞ্জার ট্রেন। যদিও তড়িঘড়ি রেলপুলিশ সরিয়ে দেয় বিক্ষোভকারীদের।