তথাগত চক্রবর্তী
বীরভূমের দুই জায়গার নাবালিকার বিয়ে রুখলো প্রশাসন।নলহাটি থানার শীতল গ্রামে এক নাবালিকার বিয়ে ছিল রবিবার সেই মত বিয়ের প্রস্তুতি চলছিল আজ সন্ধ্যে দিকে বিডিও ও নলহাটি থানার পুলিশ গিয়ে বিয়ে রুখে দেয়। অন্য দিকে রামপুরহাট থানার ৯ নং ওয়াডে এক নাবালিকার বিয়ে রুখে দিলো রামপুরহাট থানার পুলিশ ।