বুধবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৮

বিবেকানন্দ সংঘের বস্ত্রবিলি সিমলাপালে

শুভেন্দু তন্তুবায়

সিমলাপাল নতুনগ্রাম বিবেকান্দ সংঘের  উদ্যোগে  তাদের  অকাল প্রয়াত বন্ধু মৃদুল মহান্তী  স্মরণে  তার স্মৃতিতে ভ্যালেন্টাইন ডে তে রক্তদান ও বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হল । এই অভিনব উদ্যোগে আপ্লুত হয়ে সামিল হয়েছিলেন এলাকার বিধায়ক সমীর চক্রবর্ত্তী,সমাজসেবী অনুপ পাত্র ও রক্তদান আন্দোলনে যুক্ত  নিমাই চক্রবর্ত্তী সহ বিশিষ্ট জনেরা।

নতুনগ্রাম বিবেকান্দ সংঘের উদ্যোগে   বুধবার গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এদিনের  রক্তদান শিবিরে ৯ জন মহিলা সহ মোট  ৩৬ জন রক্তদান করেছেন বলে জানান সংঘের সভ্য সঞ্জয় মহান্তী।বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক এই রক্ত সংগ্রহ করে।  রক্তদানের পর বস্ত্রদান অনুষ্ঠানে  এলাকার ৫০ জন দরিদ্র নারায়ণদের মধ্যে বস্ত্র  দেওয়া হয় ক্লাবের পক্ষথেকে। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER