বুধবার, ফেব্রুয়ারী ২১, ২০১৮

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা আপ ক্যানিং - শিয়ালদহ

উজ্বল বন্দ্যোপাধ্যায়

বড়সড় দূঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল।আজ দুপুর ১২.০৫মিনিটে ক্যানিং থেকে ট্রেন ছাড়ার সময় ৪ ও ৫নং কামরার উপরের হাইভোলটেজের ওভারহেডের তার টেনের উপর ছিড়ে পড়ে।আচমকা এই ঘটনায় যাত্রীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়ে যায়।আর তাতেই বেশ কিছু যাত্রী আহত হয়।সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় ট্রে ন চলাচল।ঘটনাস্থলে চলে আসে রেলের আধিকারিকরা।আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।কি কারনে এই ঘটনা ঘটেছে কারন অনুসন্ধানে রেল আধিকারিকরা।এই ঘটনায় যাত্রীদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER