বুধবার, ফেব্রুয়ারী ২১, ২০১৮

মালদায় কংগ্রেসের হাতে আক্রান্ত তৃনমূল কর্মী

মানস দাস, মালদা

তৃণমূলের সভায় যাওয়ার শাস্তি।  মুখ্যমন্ত্রীর সভা থেকে গ্রামে ফিরে পঞ্চায়েত সদস্যর ভাইয়ের হাতে আক্রান্ত এক তৃণমূল কর্মী। আক্রান্তর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার দুই হাতে আঘাত লাগে। পনেরোটি সেলাই পরেছে তার দুই হাতে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে ইংরেজ বাজার থানার মিল্কি পুলিশ ফাঁড়ির আটগামা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম, আকিদূল মোমিন(৩৮)। বাড়ি ইংরেজ বাজার থানার মিল্কি আটগামা এলাকায়। অভিযুক্ত আজিজুর মোমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আক্রান্তর অভিযোগ, মুখ্যমন্ত্রীর সভা থেকে গ্রামে ফিরে বন্ধুদের সাথে গল্প করছিলেন  আকিদূল বাবু। এমন সময় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন আজিজুর। তার প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে আকিদূলকে হামলা করে আজিজুর বলে অভিযোগ। তবে কি কারনে হামলা তা নিয়ে  তদন্ত শুরু করেছে পুলিশ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER