মোহন সিং
শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসানসোল পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে ফুটবল টুর্ণামেন্ট। এই খেলার চুড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষ্মী নারায়ন মিনা সহ পুলিশের সমস্ত আধিকারিকরা। এডিসিপি, এসিপিরা পুরস্কার তুলে দেন বিজয়ী ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে। পুলিশ কমিশনার এদিন খেলোয়াড়দের উৎসাহিত করেন তার মুল্যবান বক্তব্যে।