মোহন সিং
গত শুক্রবার আসানসোলের বি এন আর মোড়ে জমায়েতের মাধ্যমে আসানসোল-দুর্গাপুর আদিবাসী কো-অডিনেশন কমিটির সদস্যরা কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে সামিল হয়৷ঘটনা সূত্রে ১৭ই ফেব্রুয়ারী দঃ দিনাজপুরের কুশমাণ্ডিতে দিল্লির নির্ভয়া কাণ্ডের মতই ঘৃণ্য ,এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হয়৷তারই প্রতিবাদে পথে নামলো আদিবাসী কমিটি৷কমিটির সেক্রেটারি মতিলাল সোরেন জানান - নির্ভয়া কাণ্ড মিডিয়া প্রচার পাওয়ায় বিচারের সুবিধা হয় কিন্তু কুশমাণ্ডি ধর্ষণ কাণ্ডে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলেও অধিকাংশ অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে৷দেশের বিচার ব্যবস্থার প্রতি তারা সম্পূর্ণ আস্থা রেখেও জানাচ্ছেন বিচার ব্যবস্থাকে তরান্বিত করা হোক৷একই সাথে সমস্ত অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক৷এ কারণে তারা আসানসোলের বি এন আর মোড় থেকে মিছিল করে মহকুমা দপ্তরে গিয়ে মহকুমা শাসকের মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী কে গণস্বাক্ষর সম্বলিত একটি পত্রপ্রেরণ করতে চান৷