উজ্বল বন্দ্যোপাধ্যায়
পরিবেশ সচেতনতা বাড়াতে ও জেলাকে কুষ্ঠ রোহ মুক্ত করতে এগিয়ে এসেছে জেলা প্রশাসন।জেলাশাসক ওয়াই রত্নাকর রাও এর নিদেশে জেলার প্রতিটা ইস্কুলে কুষ্ঠ রোগ নিবারন সপ্তাহ পালন করা শুরু হয়েছে।সাগরের চৌরঙগী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালন করা হলো কুষ্ঠ নিবারন সপ্তাহ বিদ্যালয়ের প্রধানশিক্ষক তাপস মন্দল জানালেন,ইসকুলের পড়ুয়াদের নিয়ে পদযাত্রার মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেস্টা করেছি।