রবিবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৮

মেখলিগঞ্জে তৃনমূলের বিবাদ কি শেষ হল?

মেখলিগঞ্জ

একই মঞ্চে পাশাপাশি বসে থাকতে দেখা গেল তৃনমুল কংগ্রেসের মেখলিগঞ্জ ব্লকের নেতা লক্ষ্মীকান্ত সরকার এবং এলাকার বিধায়ক অর্ঘ্যরায় প্রধানকে।এই দৃশ্য দেখে অবাক হলেন তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকেরাও।তাদের কথায় ইতিপূর্বে দলীয় এই দুই নেতাকে এভাবে পাশাপাশি বসতে দেখা যায়নি।উল্লেখ গত বিধানসভা নির্বাচনের পূর্বে লক্ষ্মীকান্ত সরকারের বিরুদ্ধে দলীয় প্রার্থী অর্ঘ্য রায় প্রধানকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল।তখন থেকেই তাদের বনিবনা না হবার বিষয়টি প্রকাশ্যে আসে।নির্বাচনে জিতে অর্ঘ্যবাবু বিধায়ক হবার পরে দূরত্ব আরো বেড়ে।এই অবস্থায় এদিন পাশাপাশি বসার সাথে সাথে একান্তে আলাপপরিচিতার দৃশ্য দেখে চমকেই উঠেছিলেন অনেকে।বিষয়টি নিয়ে অবশ্য আনন্দিত তৃণমূলের সাধারণ কর্মীরা।তাদের আর্জি এভাবেই মিলেমিশে চললে পঞ্চায়েত ভোটেও দলের ভালো ফল হবে।যদিও এবিষয়ে বিধায়ক সহ কেউই কোনো মন্তব্য করতে চাননি।বিধায়কের পরিস্কার জবাব এইসব বিষয়ে তিনি কিছুই বলবেননা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER