সাধন মন্ডল
আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি মাটির বাড়ি ও একটি খড়ের পালুই।ঘটনা সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের বাগানগোড়া গ্রামের আজ দুপুরের।বাড়িটি ক্ষেতমজুর শীতল দুলের।ঘটনাস্থলে গিয়ে দেখা গেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘরের জিনিসপত্র।আর শীতল দুলে বলছেন আমার সব শেষ হয়ে গেল। স্থানীয় তৃনমূল পঞ্চায়েত সভাপতি কল্যান মিশ্র বলেন সম্ভবত উনানের আগুন থেকে আগুন ছড়িয়েছে।তবে গ্রামবাসীদের তৎপরতায় তাড়াতাড়ি আগুন আয়ত্বে আসে। তাড়াতাড়ি পৌঁছে যান সারেঙ্গা থানার পুলিস ও দমকলের গাড়ী। কল্যান বাবু বলেন আমরা আপাতত পঞ্চায়েত থেকে চাল,জামাকাপড়,ও ত্রিপল দিচ্ছি।আর সরকারীভাবে শীতল দুলে ক্ষতিপূরণ যাতে পায় তার চেষ্টা করছি।