উজ্বল বন্দ্যোপাধ্যায়
বারুইপুর মহকুমা তথ্য ও সাংস্কাতিক দপ্তরের উদ্যোগে ভাঙড় ২নং ব্লকের বামনঘাটা উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদ দিবস পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে।ক্যানিং ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি শৈবাল লাহিড়ী, ক্যানিং ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাস।বারুইপুর ভাষা শহীদ সমিতির সভায় ছিলেন পৌর চেয়ারম্যান শক্তিরায় চৌধুরী।জয়নগর মজিলপুরে ভাষা দিবসে ছিলেন পৌর চেয়ারম্যান সুজিত সরখেল।এছাড়া দঃবারাসত,মথুরাপুর ডায়মন্ডহারবার, আলিপুর সহ জেলা জুড়ে মহাসমারোহে পালন করা ভাষা শহীদ দিবসের দিনটিকে।