তথাগত চক্রবর্তী
সাহিত্যেপ্রমীদের সাহিত্য সভা ও খোলা আকাশের নীচে বনভোজন অনুষ্ঠিত হল নলহাটির আকালিপুর গ্রামে।
জানা গেছে, জেলা ও জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে দেড়শো কবি সাহিত্যিক যোগ দেন এই আলোচনা সভায়। এই সভার প্রধান উদ্যোক্তা গৌর কুমার ফুলমালি বলেন, কবি সাহিত্যিক শিল্পীদের কোন জাত হয় না। বিভিন্ন স্তরের মানুষ একত্র হয়ে শান্তি সহাবস্থানের কথা আলোচনা করলাম।