শুভদীপ ঋজু মন্ডল
পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির সারেঙ্গা দক্ষিণ চক্রের তৃতীয় বর্ষ বার্ষিক। সন্মেলন অনুষ্ঠিত হল সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠে। সম্মেলন উদ্বোধন করেন রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। সন্মেলনে শিক্ষকদের বিভিন্ন দাবীদাবা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলা মহকুমা স্তরের শিক্ষাসেলের নেতৃত্ব গৌতম গরাই, তরুণ পাত্র প্রমূখ। বিদ্যালয় সংক্রান্ত শিক্ষকদের বিভিন্ন সমস্যা থাকলে তা সমাধানের আশ্বাস দেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ মহাশয়। সন্মেলন মঞ্চে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, বিশিষ্ট কবি ও শিক্ষক সুদীপ লোহার এবং আরো বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মানিত করা হয়।