নাম বদলে গেল ইটিভি নিউজ বাংলার। নতুন নাম হল নিউজ 18 বাংলা। নতুন রূপে নতুন সাজে নিউজের সমস্ত আপডেট নিয়ে দর্শকদের সামনে হাজির নিউজ 18 বাংলা। আরও ঝকঝকে। আরও আকর্ষণীয়। নাম বদলালেও আগের স্বাদ, খবর পরিবেশনে মুন্সিয়ানা বজায় থাকছে পুরোটাই। থাকছে আমার বাংলা, কলকাতা কলকাতা সব আগের মতোই। এই চ্যানেল যুক্ত হল দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্কের সঙ্গে। নতুন চ্যানেলকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। জেলার খবর,রাজ্যের খবর, দেশের সব প্রান্তের গুরুত্বপূর্ণ সব খবর দর্শকদের সামনে সবার আগে তুলে ধরতে বদ্ধপরিকর নিউজ 18 বাংলা।