শুভেন্দু তন্তুবায়
উপনয়ন অনুষ্ঠানে খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন প্রায় আশি জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনার লায়েকডিহি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সোমবার ছাতনার লায়েকডিহি গ্রামের একটি বাড়িতে উপনয়নের অনুষ্ঠান ছিল। গ্রামের অধিকাংশ মানুষই সেখানে নিমন্ত্রিত হিসেবে দুপুরের খাবার খান। তার পর এদিন সন্ধ্যা থেকে বেশীরভাগ মানুষই বমি করতে থাকেন। তড়িঘড়ি তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়। বেশীরভাগ অসুস্থকে রাতেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া হয়। শেষ খবরে জানা যায় কয়েকজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসার কাজ চলছে।ঐ উপনয়নের অনুষ্ঠানে ভোজ খেয়ে অসুস্থ ঝন্টু লায়েক জানান - আমরা দুপুরে ঐ অনুষ্ঠানে খাওয়ার পর থেকেই সন্ধ্যা নাগাদ একে একে সবাই অসুস্থ হয়ে পড়তে শুরু করি। বমি হতে থাকে। আমাদের ধারণা পরিবেশন করা কোনো এক খাবারে বিষক্রিয়া ঘটে যাওয়াই এই গণ অসুস্থতা। এই গণ অসুস্থতা বিষয়ে জানতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সি.এম.ও.এইচ কে টেলিফোন করা হলে তিনি জানান - পরিস্থিতি নিয়ন্ত্রণে। অধিকাংশ রোগীকেই ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় ভয়ের কনো কারণ নেই বলেও তিনি জানান।