সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরুপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দত্তপাড়া গ্রাম সভায় দীর্ঘদিন অবহেলিত রাস্তাটি ঢালাই কাজ শেষ হওয়ায় স্থানীয় এলাকার সাধারন মানুষ খুশি।চতুর্দশ অর্থ কমিশন অনুমোদিত ৩৪৯৯১৮ টাকায় এই কাজ শেষ হলো।একইভাবে ২১টি কংক্রীটের ঢালাই রাস্তায় হাত দিয়েছে গোবিন্দপুর জি.পি।পঞ্চায়েত নির্বাচনের আগেই এই কাজ শেষ করার কথা।সেই লক্ষ্য নিয়েই কাজের তদারকি চলছে।