ওয়াসিম বারি
দেগঙ্গা হাদিপুর ঝিকড়া দু নম্বর পঞ্চায়েতের হরপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গণ্ডগোল বাধে পাচ থেকে ছটি বাড়ী ভাঙচুর, তিনটি মোটরবাইক ভাঙচুর , চলে বোমা গুলি এলাকা থেকে দশ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তিন জন বোমা ও গুলিতে জখম। এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী , দুই জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।