সুরজ আলি খান
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন হাসপাতালের বেডে বসে ইংরাজি পরীক্ষা দিলেন তিরোল হাইস্কুলের ছাত্রী রুপা খাতুন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি আরামবাগের পুইন গ্রামে। প্রথম দিনের পরীক্ষা তিনি তাঁর পরীক্ষা কেন্দ্র নির্ভয়পুর বি.জি নীলকন্ঠ শিক্ষা নিকেতনে দেন। গত মঙ্গলবার রাতে তাঁর জ্বর ও বমি হলে পরিবারের লোকেরা তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন।অন্যদিকে, পরীক্ষা চলাকালীন বালি বেলা হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। তাঁর নাম পুষ্পেন্দু চক্রবর্তী । বাড়ি গোঘাটের বেতবনি গ্রামে। তিনি কাঁটালি হাইস্কুলের ছাত্র । জানা গিয়েছে, পরীক্ষা চলাকালীন মাথার যন্ত্রনার ফলে তিনি বেঞ্চের মধ্যেই শুয়ে পড়েন। স্কুলের মেডিকেল টিম দ্বারা সুস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু সুস্থ না হওয়ায় ছাত্রটির অভিভাবক ও শিক্ষকরা তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন। তারপর হাসপাতালে সুস্থতা বোধ করলে তিনি হাসপাতালের বেডে বসেই ইংরেজি পরীক্ষা দেন।