সোমনাথ চক্রবর্তী
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রের।ব্যাগে করে আলু নিয়ে বাড়ি ফিরছিল সে।ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা সার্করোডে খয়ের খালে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ চ্যাংরাবান্ধাগামী একটি ট্রাক ওই স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীব রায় (১২) নামে স্কুল পড়ুয়ার।বাশ বোঝাই ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।খবর পাবার পর ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানার পুলিশ।পুলিশ গিয়ে স্থানিয়দের বিক্ষোভ থামান।সঞ্জীবের বাড়ি খয়ের খালের নাটুয়ার বাড়িতে।বাবা অজয় রায় ও মা মিনতি রায় পেশায় দিনমজুর।সে হেলাপাকড়ি পদমতি ইউনিয়ন রহিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।বড়ো ভাই সৌরভ ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র।