মোহন সিং
রেলের অনুষ্ঠানের পাশপাশি খনি শ্রমিক ইউনিয়র গুলির সমন্বয় কমিটি বা জয়েন্ট অ্যাকশন কমিটির সভাতেও মাইক বাজিয়ে সভা করা হল। আগামী ১৬ মার্চ কয়লা খনি বন্ধের ডাক দেওয়া হয়েছে। তারই প্রচার সভা ছিল ইসিএলের শ্রীপুর এরিয়া অফিসের সামনে। অভিযোগ প্রাক্তন রাজ্যসভার সাংসদ আর সি সিংয়ের উপস্থিতিতে মাইক বাজিয়েই সভা করা হয়।