বৃহস্পতিবার, মার্চ ১৫, ২০১৮

আসানসোললের ৪৩ নং ওয়ার্ডে বিজেপির মিছিল

মোহন সিং

রাজ্যজুড়ে মহিলাদের প্রতি অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে আসানসোল পুরসভার ৪৩নং ওয়ার্ডে বিজেপির মহিলা মোর্চা ও স্থানিয় নেতৃত্ব মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে সামিল হয়৷বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানিয়েছেন—যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে,তাই তাদের এই মৌন মিছিলের আয়োজন৷মূলত কুশমণ্ডি ও গতকাল জামুড়িয়াতে যে ভাবে আদিবাসী রমনীরা গণ ধর্ষণের শিকার হচ্ছেন,এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা তা সত্ত্বেও মহিলাদের নিরাপত্ত্বা দিতে ব্যর্থ হচ্ছে সরকার তারই প্রতিবাদে তাদের এই মৌন মিছিল৷এদিনের মিছিলে অংশগ্রহন করেন এস এন লাম্বা,বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে শঙ্কর চৌধুরী, জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই,আশা শর্মা সহ আরো অনেকে৷তাদের দাবি অবিলম্বে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে কঠোরতম শাস্তি দিতে হবে৷

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER