মেখলিগঞ্জ
রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে রবিবার দিনটি মহাসমারহে পালিত হল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকেও।এই উপলক্ষে এদিন মেখলিগঞ্জ শহরে একটি শোভাযাত্রাও বের হয়।যেটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে।শোভাযাত্রায় দধিরাম রায়,শ্যামল চন্দ্র প্রমুখ নেতৃত্ব দেন।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...