সুরজ প্রসাদ
বর্ধমান শহরে বিধানপল্লী ঘোষপাড়া কালিমাতা সংঘের উদ্যোগে আয়োজন মঙ্গলবার গন উপয়নয়নের আয়োজন করা হয়। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষজনের কথা ভেবেই এই উদ্যোগ বলে জানানো হয় ক্লাবের তরফে। এলাকার দুঃস্থ ও অসহায় ব্রাহ্মণ মঙ্গলবার রীতিমত ধর্মীয় আচার আচরণ মেনে বর্ধমান শহরের বেশ কয়েকটি ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকার মোট ১০জনের উপনয়ন তথা পৈতের অনুষ্ঠান করা হল।ক্লাবের তরফে প্রভাত চক্রবর্তী জানান , গত ৬ বছর ধরেই তাঁরা এই ধরণের অনুষ্ঠান করছেন। এখনও পর্যন্ত প্রায় ৪০ জনের পৈতে দিতে পেরেছেন তাঁরা। সমস্ত নিয়ম মেনেই এই ১০জনের পৈতে দেওয়া হয়েছে। দুপুরে প্রায় ৩০০জন নিমন্ত্রিতদের খাবারও ব্যবস্থা করা হয়েছে। ভাত, ডাল, আলুভাজা, এঁচোড়,পনীরের তরকারির পাশাপাশি চাটনি, পাঁপড়,রসগোল্লা, আইসক্রিম প্রভৃতির আয়োজনও ছিল ঢালাও।