সুদিন মন্ডল
অসুস্থ পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির রাখলো ভাতার একাদশ ক্লাব। ভাতার এর হাঁড়গ্রামের রাখী সাধু নামে এক্ পরীক্ষার্থী ভাতার মাধব পাবলিক হাই স্কুলে পরীক্ষা দিতে এসে পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে পরীক্ষার পর সদস্যরা বাড়ি পৌঁছে দেয়। ক্লাব সভাপতি পরেশনাথ হাজরা জানিয়েছেন, 1985 সালে ক্লাব গঠন হওয়ার পর থেকেই আমাদের একাদশ ক্লাব সদস্যরা এই ধরনের নানান জনসেবামূলক উদ্যোগে সামিল হয়েছি ভবিষ্যতেও থাকবো এই আশা রাখি।