সুদিন মন্ডল
গ্রামের মদের ঠেকগুলি বন্ধ করে তাদের স্বামীদের মদের নেশা ছাড়িয়ে সুস্থ জীবনে ফিরিয়ে দাবিতে সরব হয়ে ভাতার থানায় অভিযোগ আনল ভাতার এর শুনূর গ্রামের প্রতিবাদী আদিবাসী মহিলার দল। তাদের আরও অভিযোগ তাদের প্রতিবাদের জন্য তাদের উপর চড়াও হয়ে মারধোর করা হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।