উজ্বল বন্দ্যোপাধ্যায়
বুধবার সকালে শিয়ালদহ দঃ শাখার দঃ বারাসত স্টেশনের আপ লাইনের পাশে এক মহিলার ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে এলাকায় উওেজনা ছড়ায়।মৃত মহিলার নাম আরতী হালদার(৫৩)।বাড়ি জয়নগর থানার রায়নগর গ্রামে।সে সকালে বাড়ি থেকে বার হয়েছিল।পরে তার মারা যাবার খবর পায় বাড়ির লোক।বারুইপুর জি আর পি থেকে মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়।কি কারনে এই মৃত্যু তার তদন্তে পুলিশ। এলাকায় চাপা উওেজনা রয়েছে।