উজ্বল বন্দ্যোপাধ্যায়
বুধবার ছিলো মাধ্যমিকের ভুগোলের পরীক্ষা ।পরীক্ষা দিতে এসে পেটের যন্ত্রণা তে পরীক্ষা দিতে না পারায় তাকে মথুরাপুর হাসপাতালে ভরতি করা হয়।সে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের ছাত্রী।তার সিট পড়েছিল মিরজাপুর স্কুলে।পরে অবশ্য ঐ ছাত্রী পাপিয়া হালদার হাসপাতালে শুয়েই পরীক্ষা দেয়।পরীক্ষা ভালো হয়েছে বলে সে জানায়।পাপিয়ার এই খবর শুনে হাসপাতালে চলে আসেন প্রধান শিক্ষক চন্দন মাইতি।