ওয়াসিম বারি
পুলিশের কাজে বাধাঁ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো মতুয়া মহাসঙ্ঘের সংঙ্ঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন মন্ত্রির ছোট ছেলে শান্তনু ঠাকুর এবং তার আরেক সহযোগী তপন কিরণ মজুমদারকে। সূত্রে জানা যায় গত উনিশ তারিখ মেলা চলাকালীন ঠাকুরবাড়ির মতুয়া মহাসঙ্ঘের মন্দির থেকে চুরি যায় একটি সোনার হার ৷ এরপর গাইঘাটা থানায় চুরির অভিযোগ দায়ের করেন অনুষ্ঠান কমিটির আহবায়ক ধ্যানের নারায়ন গুহ ৷ পুলিশ তদন্ত শুরু করে গত একুশ তারিখ অমিত মোহন্ত সরকার নামে একজনকে গ্রেপ্তার করে। সিসিটিভির ফুটেজ দেখে আরো দুজনকে শনাক্ত করে পুলিশ ৷শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পুলিশ ওই দুই ব্যক্তিকে ধরতে গেলে শান্তনু ঠাকুর সহ বেশ কয়েকজন পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। পুলিশকে ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। গাইঘাটা থানার মেজবাবু রামকৃষ্ণ ঘুরিয়া সহ আরো তিনজন আক্রান্ত হয়। এরপর ঘটনাস্থলে গাইঘাটা থানার বড়বাবু উপস্থিত হন এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেন তা সত্ত্বেও সান্তনু ঠাকুর ও তার দলবল উত্তেজনা বাড়াতে থাকে ধাক্কাধাক্কি চালাতে থাকে ধাক্কাধাক্কি সামলাতে গিয়ে বড়বাবুর হাতে আঘাত লাগে ৷ সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গাইঘাটা থানার পুলিশ তপন কিরণ মজুমদার ও সান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করে ৷এই ঘটনায় মঞ্জুল বাবু বলেন - এটা একটা চক্রান্ত আমাদের পরিবারের একজন আছে সে এই সব করাচ্ছে ,তার নাম মুখে আনতে ও রুচিতে বাধে। পাশাপাশি শান্তনু ঠাকুর বলেন আমরা পুলিশের কাজে বাধা দেইনি বরঞ্চ মেলা চলাকালীন পুলিশ খুব ভালো কাজ করেছে। আমরা পুলিশের কাজে সবসময় সহযোগিতা করি । আমরা ঠাকুরবাড়ির লোক জানতাম না সোনার হার চুরি হয়েছে তা।চুরির এমন কোনো অভিযোগ হয়েছে কিনা সেটাই পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম আমাকে পুলিশ ধরে নিয়ে আসলো ৷মতুয়া মহাসঙ্ঘের ভক্তদের উপরেই এর বিচারের দায়িত্ব ছাড়লাম ৷আজ ঠাকুর এবং তার সহকারীকে বনগাঁ আদালতে পাঠানো হবে।