ওয়াসিম বারি
বাগদা নওয়া পাড়ার বাসিন্দা ২০১৮ শিক্ষা বর্ষের আলিম পরীক্ষাথী মনিরুজ্জামান মন্ডল গত রাতে অস্বাভাবিক ভাবে মরা যান।চাঞ্চল্য এলাকায় ।জানা যায় বাগদা বাসিন্দা মনিরুজ্জামান মণ্ডলের পরীক্ষার সিট পরে গুমা খোশদেলপুর হাই মাদ্রাসায়।পরীক্ষা শুরুর একদিন আগে থেকে মাদ্রাসার ঠিক উল্ট দিকে মনিরুজ্জামান তার দুই পরীক্ষাথী বন্ধুকে নিয়ে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন।১২ তারিখ পরীক্ষা শুরু হয় এতদিন সবই ঠিক ছিল,গতদিন শেষ রাতের দিকে মনিরুজ্জামান মারা যায় বলে জানান তার দুই বন্ধু মহাম্মদ আবুসাইদ ও মুক্তাইজ মন্ডল।আজ ২৪ তারিখ মনিরুজ্জামানের আর শেষ পরীক্ষাটা দেওয়া হলো না।মৃত পরীক্ষাথীর বাড়ির লোকের দাবি ওর বন্ধুরাই ওকে মেরেফেলেছে।তারা পুলিশি তদন্তের দাবি করছে।