সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরুপনগর থেকে বসিরহাট ১৬কিঃমিঃ পাকা রাস্তার বেহাল অবস্থা।নেই কোন প্রশাসনিক হেলদোল৷নিত্যযাত্রী সহ অসুস্থ রোগী বিশেষ করে প্রসুতি মহিলারা বিপাকে পড়ে।এই রাস্তাটি বৈদেশিক বাণিজ্য গুরুত্ব অপরিসীম৷ স্থানীয়দের আবেদন দ্রুততার সাথে রাস্তা সংস্কারে হাত লাগাক প্রশাসন।যে কোন সময় ঘটতে পারে বড় কোন দুঃঘটনা৷